#
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, পার্থের অফিস ভাঙচুর-গুলি রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, পার্থের অফিস ভাঙচুর-গুলি

রিপোর্টারের নাম: UplinkBD
  • সংবাদ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, পার্থের অফিস ভাঙচুর-গুলি

ভোলা জেলা বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ভোলার আলোচিত রাজাপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সিফাত হত্যার বিচারের দাবিতে বিকেলে জেলা কার্যালয় থেকে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড় হয়ে কালীবাড়ির চত্বর হয়ে দলীয় কার্যালয়ে ফিরে যাওয়ার পথে হঠাৎ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটলে মিছিলকারীদের একটি গ্রুপ নতুন বাজার জেলা বিজেপি অফিসের সামনে এসে অফিস ভাঙচুর করার চেষ্টা করে। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় একদল দুর্বৃত্ত বিজেপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে, অফিসে তালা লাগিয়ে অফিস চত্বরে বিক্ষোভ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লা বলেন, দুপুরে আমাদের অফিসটি বন্ধ ছিল। বিকালে বিএনপি মিছিল করে যাওয়ার সময় একদল সন্ত্রাসী আমাদের অফিসে হামলা চালিয়ে তালা ভেঙে অফিসে ঢুকে আসবাবপত্র, টিভি ভাঙচুর করে ও অফিসে থাকা নির্বাচনি লিফলেট রাস্তায় ফেলে দিয়ে ময়লা (পায়খানা) নিক্ষেপ করে।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক জানান, আমাদের পূর্ব ঘোষিত ছাত্রদল নেতা সিফাত হত্যার বিচারের দাবিতে শহরে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ মিছিল শেষ করি। বিজেপির অফিস ভাঙচুরের ঘটনার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং একদল দুর্বৃত্ত বিজেপি অফিস ভাঙচুরে চেষ্টা করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..